কোনো একদিন জোনাকের আলোয়
আমাদের ব্যবচ্ছেদের গল্প ফুটে উঠবে,
পৃথিবীর আদ্য প্রান্তে গিয়ে জমে উঠবে
জঞ্জাল পূর্ণ আমাদের ফিয়াঁসে গল্প।
তোমার আর আমার মধ্যকার
সমস্ত নিরবতা; সেদিনে বরাবরের মত পুষে যাবে।
অনুভবের অবক্ষয়ে শব্দগুলোও
সৃজনশীলতা হারাবে।
পৃথিবীর বুকে নেমে আসবে আরোও একটি
বিচ্ছেদের গল্প।
আমাদের মনের ভিতর পুষে রাখা
চাওয়া-পাওয়া, দাবী-দাওয়া গুলো
সেদিন অস্তিত্ব হারিয়ে নিস্তেজ হয়ে যাবে।
অনুভূতি গুলো জীবন্ত লাশের মতন
প্রাণবতা হারাবে।
তোমার আর আমার আদিখ্যেতার
যে গল্পটুকু ছিলো?
সেখানে আরো কোনো,
কোনপ্রকার অধিকার থাকবে না।
কারণ, তুমি আর আমি ত্য আর আমরা থাকবো না।
আমাদের বলতে কিছুই থাকবে না বিচ্ছেদের পরিশেষে।