তুমি সেই ফুল,
যে ফুলের কাছে আমি গিয়েছিলাম ভ্রমর হয়ে,
তোমার কিংবা ফুলের সুভাস নিবো বলে,
সুভাসে আমার রাজ্য সুঘ্রাণ করব বলে,
মাতাল হয়ে তোমায় ভাববো বলে।
তোমার সুভাসের মুগ্ধতায়,
জাফরান কিংবা মেশক ও ঈর্ষান্বিত হতে পারে,
হয়তো একগুচ্ছ ঈর্ষান্বিয় ভাবনা হতে পারে,
তোমার সুভাষের কোমলিতার আছড়ে,
ভাবনায় তোমায় সঙ্গ দিতে পারে।
তুমি সেই আকাশ,
যেখানে আমি ভ্রমর হয়ে ডানা মেলেছিলাম,
বৈরি বাতাসে মিশে মন হারিয়েছিলাম,
স্বাধীন ভাবে মুক্ত হয়ে উড়েছিলাম,
শূন্যে ভালোবাসি লিখেছিলাম।
তোমার আকাশের বিশলতায়,
আমার কল্পনার সৌরজগৎ'টা ছোট মনে হয়,
তারকারাজিও অনেক বেশী ছোট মনে হয়,
একদিন তোমার আকাশ করব জয়,
তোমার ভাবনাও যেন সাথে রয়।
তুমি সেই উপমা,
যার ভালোবাসায় আমার মন ভ্রমর হয়ে যায়,
যার আসার কামনা ব্যকুলতা থেকে যায়,
যার মধ্যে নিজেকে আমি খুঁজে পাই,
তোমার মধ্যে বিভোর থাকি তাই।
তোমার ভালোবাসার উপমায়,
এই নশ্বরের বুকে আমি শাশ্বত প্রণয় হয়ে আছি,
তোমার ভালোবাসায় হৃদগ্রহে প্রশ্বাস ছাড়ি
তোমার উপমায় নিজেকে ধরে রাখি,
তোমায় ভেবে কল্পনায় বাঁচি।