তোমার আর আমার
ভালোবাসি বলতে সময় লাগে না।
ভীষণ কথার ভীড়ে একদিন
হুট করে বলেই দিই,
"ভালোবাসি; ভীষণভাবে ভালোবাসি"
আমাদের দুটো মানুষের
সময়ের প্রয়োজন হয়,
একে অপরকে ভালোবাসতে-
একে অপরকে বুঝতে, জানতে;
ভালোবাসাটাকে ধরে রাখতে।
ভালোবাসি বলা এবং ভালোবাসা
দুটোই সম্পূর্ণ আলাদা!
মুখে "ভালোবাসি" বলে দিলেই তো
আর ভালোবাসা হয়ে যায় না?
ভালোবাসা সময়ের ব্যাপার।
আমাদের ঝগড়া হয়, রাগারাগি হয়,
দুষ্টু-মিষ্টি আলাপে খুঁনসুটি হয়?
এইসব'ই ভালোবাসার প্রয়োজনে!
ভালোবাসা ধরে রাখার জন্য
ভালোবাসার যত্ন রাখা প্রয়োজন।