নিকলুষ প্রার্থনা জুড়ে সন্ধ্যা নামার
আবেদন যখন প্রখর হতে থাকে,
একজোড়া শালিক তখন মুখ ডাকে
আপন অভ্যাসে; অভ্যাসে অভ্যাসে
এখানে রঙ বদলায়, ক্ষণ বদলায়,
প্রাচীর রোধে সীমানা রক্ষীও নিয়ম ভুলে ঘুমায়!
এই নিরেট আঁধারে তোমার আভাস ছড়ায় না
উত্তপ্ত হিমেল মোহকা নদীর ওপারে,
কাল্পনিক ভেবেও অস্তিমিত স্বপ্নটা
অলীক প্রখর গুণে, তোমার আভাসের অভ্যাসে।