বলছিনা,
রাতের আকাশে চাঁদ হয়ে তুমি
জ্যোৎস্না বিলাও; পৃথিবীর তরে!
বলছি, মোমবাতি হয়ে আমার ঘর
আলোকিত করো; আপন নীড়ে।

এইও বলছিনা, তুমি বৃষ্টি হয়ে যাও
বৃষ্টি হয়ে ভিজিয়ে দাও গ্রীষ্মের গ্রীবা;
বলছি, তুমি তোমার শব্দের বৃষ্টিতে
ভিজিয়ে দাও আমার হৃদউঠোন।

কিংবা বলছিনা, ভালোবাসি বলো!
ভালোবাসি বলে বলে বেড়িয়ো না;
বলছি, তুমি আমার আত্মা স্পর্শ করো
আমার আত্মার আত্মা হয়ে যাও।