আমি এখানে থেকে যাবো,
চলে যাক, ক্ষয়ে যাক; তবুও এখানেই।
স্টেশনের শেষ ট্রেনও দূর-পাল্লায় ছেড়ে যাক
তবুও আমি এখানেই থেকে যাবো।
চলে যাক বসন্তের দিন, শীতের কুয়াশা,
গ্রীষ্মের ক্ষরা, আষাঢ়ে বিকেল, শ্রাবণ সন্ধ্যা;
কিংবা উড়ে যাক শঙ্খচিলের দল,
শকুনের ঝাঁক, ভোরের কাক!
তবুও আমি এখানেই কাটিয়ে দিবো
যুগ-যুগান্তর; এক কোটি বছর।