উপহারসরূপ একটা আকাশ দিয়েছিলে,
সেই আকাশে এখন মেঘের চাপাস্বর্ণবন হয়েছে।
মাঝেমধ্যে কালো মেঘে আকাশপথ পুরোপুরি ঢেকে যায়
আবার মেঘগুলো বির্দীন হয়ে বৃষ্টি হয়ে ঝড়ে পড়ে।
আকাশ কিংবা কবিতা প্রেমিরা আজকাল আকাশ দেখে;
আকাশ দেখে তারা গভীর ভাবনায় ডুব দেই
কিন্তু আমি কাউকেই আমার আকাশ দেখার সুযোগ দিই না।
আমি সবাইকে বলে রেখেছি, আকাশ'টা কারো উপহারাদি।
উপহারসরূপ একটা নদী দিয়েছিলে,
সেই নদীতে এখন প্রচুর পানি ধরেছে।
মাঝেমধ্যে হৃদগ্রহ সেই নদীর প্লাবনে ডুবে যায়
আবার স্বাভাবিক হয়ে ফিরে আসে কিছুদিন পর।
এখন নদীতে প্রচুর মাছ হয়েছে;
জেলেরা প্রায় আসে মাছ নিয়ে যেতে
কিন্তু আমি কিছুতেই নদীর আশেপাশে কাউকে ঘেঁষতে দিই না।
আমি সবাইকে বলে রেখেছি, নদী'টা কারো উপহারাদি।
উপহারসরূপ একটা দ্বীপ দিয়েছিলে,
সেই দ্বীপে এখন নতুন নতুন ঘাস জন্মেছে।
মাঝেমধ্যে ঘাসের শরীর ভেদ করে ঘাস ফুল ও জন্ম নেই
কিন্তু রৌদ্রতাপে ঘাসফুল গুলো বেশি দিন টিকে না।
দ্বীপের আশেপাশে আজকাল প্রচুর নৌকা ভীড় জমাই;
পর্যটকমহল প্রায় আসে দ্বীপ দেখার জন্য
কিন্তু আমি কিছুতেই কাউকে দ্বীপের মধ্যে প্রবেশ করতে দিই না।
আমি সবাইকে বলে রেখেছি, দ্বীপ'টা কারো উপহারাদি।