আমার রক্তে বিধাতা এঁকেছিলেন যে মানচিত্র
সে আমার সন্তান
হে সন্তান তোমাকে,
আজ আমি জীর্ণ-বিদীর্ণ
নিবীর্যে নটখটে কুঞ্জ
হাড়ের ভারে যন্ত্রজালে ন্যুব্জ।
শুধু তোমার আগমনের প্রস্তুতির তারসে
তোমার অনেক আগেই জন্মেছি আমি
সূর্যের তলে অমল-শীতল ছায়া দিতে।
শ্রমে-ঘামে তুমি যদি হও পরিশ্রান্ত
বজ্র হুঙ্কারে আদায় করে নিও অধিকার।
স্মৃতি হাতরিয়ে ক্ষণে ক্ষণে
তোমাকে দেইনি যথেষ্ট সময়
সন্তানদের ভালবাসার সময় খুব কম;
আমার মহাপ্রস্থানের অবকাশ লগ্নে
নদী যদি শুকিয়ে পলি জমে যায়
শোকে তাপে আমার অমোঘ ভালোবাসা
ধোঁয়ার আড়ালেও শুকাবে না।
আজ আমি যৌবনটা পেরিয়ে
ভজকট জীবনের অভিমুখে
পাড়ি দিলাম প্রবীণের দেশে
জীবনের কোনোও এক সময়ে
জোনাকগুচ্ছ আলো দেখিয়ে
আমার গন্ধবাতাস পথ চিনিয়ে
তোমাকেও নিয়ে আসবে এ পথে
তাই লিখে রেখে গেলাম এই স্বগতোক্তি।