তবে তাই হোক,
/ কোন এক রক্তাক্ত আঁধারে
/রাত জেগে অপেক্ষা করিস একটা খবরের,
/আর আমি অপেক্ষায় রইব এক মুঠো মাটির...
/তোর হাতের স্পর্শ মাখানো,
/ এক চিরনিদ্রায়।
/
/ তবে তাই হোক,
/ আমি অপেক্ষায় রইলাম
/ছন্দ হারানো পাখি কবে ডানা মেলে ছন্দে,
/শুধু এক ফোঁটা চোখের জল সাথে দিস...
/তাই দিয়ে চিনে নেব তোকে,
/ আরেক জন্মে।
/
/তবে তাই হোক...
/ শেষ বেলায় আসিস্ তুই
/কোন কবিতার সাথে স্রোতে ভেসে মধ্যরাতে,
/শুধু সাথে আনিস একতোড়া রজনীগন্ধা...।
/শেষ বেলায় শুরুর ঘ্রাণ,
/ হোক নীরব মুক্তি ।
/
/তবে তাই হোক,
/ ধূপের গন্ধে মিশে যাক..
/তোর আমার শোকে লেখা যত কবিতা,
/আমার শেষ শয্যায় চোখের জল ফেলুক।
/কবিতা ভালোবেসে আমার
/ পুনর্জন্ম হোক।
/
/তবে তাই হোক,
/ অভিমানে মৃত্যু নিলাম।
/দুহাত ভরে রক্ত মাখাই চোখে মুখে শরীরে,
/তোর হাতে যত বলি গেছে অকারণে শিশু..
/ছন্দ দিয়ে সাজাব যতনে,
/ কঙ্কাল যত।
/
/তবে তাই হোক,
/ পরজন্মে হবে প্রায়শ্চিত্ত।
/তোর চোখের জলে ধুয়ে দিতে হবে রক্ত..
/আমি চিনে নেব তোকে অসংখ্যের ভীড়ে।
/আমার মৃত্যু হোক তোর..
/ শেষের শুরু।
/
/তবে তাই হোক,
/ তুই আরো নৃশংস হয়ে..
/মৃত্যু দিয়ে পারিস তো মুক্তি দে আমায় ।
/বারুদের ধোঁয়া শ্বাস রোধ করছে আমার,
/আমায় মুক্তি দে আজ,
/ আর একটু শান্তি।
/
/তবে তাই হোক,
/ আমার হাতে হাত রাখ,
/নীল পৃথিবীর স্বপ্ন তুইও তো দেখিস ঘুমে..
/তবু অবুঝ কেন তুই.. আয় একসাথে আজ
/তৈরি করি এক পৃথিবীর..
/ মিষ্টি ভোরের ।
/
/তবে তাই হোক,
/ তোর প্রেয়সী সুখে থাক।
/তুই রক্তের স্বাদ ভুলে একটু শান্তি দে আজ,
/তোর বারুদ দেশলাই হয়ে জন্মাক আবার..
/তোর আমার সাথে
/ এক নবজন্মে।
/
/তবে তাই হোক,
/ শ্বেত পারাবত উড়ুক..
/নীল পৃথিবীর নীল আকাশে শুভ্র মেঘের সাথে,
/তোর স্নিগ্ধ হাসি ছড়িয়ে পরুক সাগর সমীরে..
/খিলখিলিয়ে হেসে উঠুক
/ আমাদের পরজন্ম।