শুভ্র মেঘের ভেলা
/ভেসে চলুক নীলাকাশে..
/কোন অলীক সুখের দেশে।
/সে ঠিক খুঁজে নেবে একদিন
/                           আমাদের।
/                          
/অপেক্ষায় রইলাম মেঘ
/তুমি এসো আমাদের ঠিকানায়,
/খুঁজে পাবে তো?
/আমরা আছি
/নীল স্বপ্নের দেশে।
/
/হিমালয় কিনা জানি না
/তবে নীলের কাছাকাছি..
/             অনেক উচু একটা চূড়া..
/             পা ডুবিয়ে আছে স্বচ্ছ জলে,
/তার পাশেই হলুদ ক্যানভাস।          
/মেঘ তুমি ভেবো না
/সেই চূড়ায় থাকবে শ্বেতনাগ..
/পথ চেনাবে তোমায়,
/তুমি পর্বত বেয়ে
/বৃষ্টি হয়ে ঝরে পড়ো।
/
/মেঘ,
/বাগান পেরিয়ে
/                একবার এসো কুঁড়েঘরে।
/              তোমার শুভ্রতা..
/            আর
/        শ্বেত চন্দনের ঘ্রাণ মিশে,
/     নাগশক্তির পতন হবে
/  শেষ আঁধারে।