কিছু ফেলে আসা মুহুর্ত
/হঠাৎ করে মনটাকে উদাস করে,
/আমায় নিয়ে ফেলে অতীতে...
/তোর পাশে, এক রাতভোরের সীমানায়।
/শেষবারের মত তোকে দেখেছিলাম,
/তোর ঠোঁটের আস্বাদে
/বলেছিলাম আবার আসবো;
/আর পারিনি, তুইও সুযোগ দিলি কোথায় ?
/আমায় হারিয়ে দিলি...
/স্মৃতির আঘাতে।
/
/কিছু ফেলে আসা মুহুর্ত
/হঠাৎ করে অনেক কিছু হয়ে ওঠে,
/চারিপাশ অন্ধকার করে
/আমায় নিয়ে ফেলে অতীতে...
/তোর পাশে, এক মধ্যরাতের নির্জনে।
/আমায় ফিরিয়ে দিয়েছে
/আমার সব, শুধু তোকে হারিয়েছি,
/আজ আর তোর চোখের জল
/ঝরে পড়ে না আমার বুকে...
/তোর স্মৃতি গুমরে মরে এই বুকে।
/
/আমার গল্প লেখা শেষ,
/অনেকদিন আগেই কেউ লিখে ফেলেছে,
/তবু তুই একান্ত আপন হয়ে থাকবি...
/পাশে বসা রাতজাগা তুই
/আর হারিয়ে যাওয়া তোর স্মৃতি,
/দিগন্তে মেশা নকশী মাঠের মাঝে
/একা এক নাগিন্ পথ
/একটা পদচিহ্ন বহুকাল আগেই থেমে গেছে
/ফিরে পেয়েছে নিজের পথ...
/তুই ভালো আছিস, আমিও ভালো থাকবো।