তোর জন্য আর একটা কবিতা লিখব...
/নীল পৃথিবীর বুকে অসংখ্য সবুজের ভিড়ে
/মাথা তোলা ছোট্ট এক ঘাসের ডগায়
/শিশির কণা হয়ে ঝরে পরুক আমার কবিতা।
/তোর স্পর্শে ভেঙ্গে যাক চাই না...
/যদি পারিস তোর দৃষ্টিতে স্হান দিস।
/রাতভর ঝরতে ঝরতে অপেক্ষা করব,
/তুই ভোরের শিউলি কুড়োতে আসবি
/আর কবিতা হয়ে তোর পা ভেজাব।
/
/জানিনা তুই আসবি কিনা...
/অভিমানে থমথমে শেষ প্রহর,
/আকাশ জুড়ে কালো মেঘে
/মোর কবিতা হোক বৈশাখী।
/হয়তো লাগছেনা ভালো তোর
/অজানা স্রস্টার শব্দচয়নে...
/শীতল প্রভাতে শিথীল পলকে
/আজ সূর্য নামুক তোর নয়নে।