শত সহস্র শরীর সরিয়ে সরিয়ে...
/লাশকাটা ঘরে স্তুপ করে সাজিয়েছি;
/রক্তমাখা শরীরে আবার ফিরে এসেছি...।
/হয়তো,
/মৃত্যু উপকূলে আমি ছিলাম একা,
/মৃত্যুকে স্পর্শ করেছি তাই একা।
/
/তোমায় পাবো বলে,
/রক্তের স্রোতে ভেসে ভেসে
/ফিরে এসেছি আমি একা।
/চোখে মুখে রক্ত আমার...
/হৃদয় দিয়ে বইছে স্রোতের ধারা।
/মৃত্যু উপত্যকায় দুহাত ছড়িয়ে কেঁদেছি,
/তবু সমুদ্র নীলাভ হয়নি।
/
/রক্তাভ ঢেউয়েরা ফিরিয়ে এনেছে...
/ফিরিয়ে এনেছে আবার,
/এক অসমাপ্ত শুভ্র মেঘের টানে।
/ফিরে এসেছি এ বালুচরে...
/শুধু তোমার তরে।
/এক প্রস্থ তোমায় পেতে,
/হারিয়ে যেতে...  ভালোবেসে...।