ঈশান কোণে কালো মেঘ..
/      মৃত্যু পিছু পিছু ঘুরছে,
/              বৃষ্টি হলে বেঁচে যেতাম ।
/চোখে দেখা যায় না..
/                           এত নৃশংসতা !
/রোজ রোজ একটু একটু করে
/     নৃশংস হয়ে যাচ্ছি..
/          আর যন্ত্রণায় ছটফট করছি,
/তোমাদের একজন হয়েও মনে হয়
/            আমি তোমাদের কেউ নই।
/আমি অসুস্থ..
/           রক্ত সহ্য করতে পারি না ।
/তোমাদের মত সুস্থ হতে পারিনা ।
/                       আমার অক্ষমতা!
/
/তোমরা তো কোন মায়ের সন্তান ।
/প্রসব যন্ত্রণা দিয়ে ও শান্তি হয়নি?
/          আরো যন্ত্রণা..
/             জীবন ভর..
/'একটা জঞ্জাল জন্ম দিয়েছে..
/আর এক সন্তানের মৃত্যু করে ।'
/               আমি এত কি অসুস্থ যে
/         তোমাদের এত অসুস্থ লাগে!
/এক পলকের সুখ তোমাদের..
/কোন সন্তানের জীবন যন্ত্রণা হয়।
/         তোমারও কন্যা সন্তান হয়তো
/               অপেক্ষা করছে..
/তোমায় বাবা বলে
/                  গর্বভরে জড়িয়ে ধরবে বলে ।
/মায়ের যন্ত্রণা তার জন্য ও?
/
/আমার যত ছন্দ আছে
/              তোমার বুকে পড়ুক ঝরে,
/আমার যত সুখের স্মৃতি
/             তোমার তরে দুকূল ভরে ।
/নীল পৃথিবী নীল ই থাকুক
/              রক্তে কোরোনা পথ পিছল।
/এ যে তোমার জন্ম ভিটে
/             এ যে স্নিগ্ধ মায়ের আঁচল ।
/তোমার পুত্র, কন্যা তোমার
/           সবাই থাকুক অনেক ভালো ।
/ঈশ্বর তোমায় ক্ষমা করুন
/           তোমার মনে জ্বালাক আলো।
/রক্ত তোমার শিরায় শিরায়
/          তোমার ভুলের বিরোধ করুক ।
/লাল পৃথিবী নীলিয়ে দিয়ে
/              আকাশ থেকে পুষ্প ঝরুক।