পাষাণে প্রান সঞ্চার করতে চেয়ে
/ ডুব দিলাম সাগর গভীরে।
/অমৃতের খোঁজে ভেসে চললাম
/মন্দাকিনীর অনন্ত পাদদেশে।
/বিষাক্ত গরলে কণ্ঠ নীল হোক,
/যদি আমার মরণে
/ পাষাণে প্রান আসে
/ তবে তাই হোক।
/
/আমার হৃদয় রাত জেগে উপড়ে এনেছি,
/ নিজের হাতে...।
/নিজের হাতে নিজের কণ্ঠ রোধের যন্ত্রণা...
/সে যন্ত্রণা শিরোধার্য করেছি
/ শুধু তোমার জন্য।
/শুধু তোমায় একটু হাসতে দেখব বলে
/ তোমায় ওষ্ঠ দিয়ে ভরিয়ে দিলাম...
/ আজ এ পাষাণে প্রান আসুক।
/
/আর কি চাও বল...
/ আমার হৃদয় দিলাম...
/ আমার শরীর দিলাম...
/ আমার প্রান... তাও দিলাম।
/ আজ এ পাষাণে প্রান আসুক।
/
/সাগর আজি রোজ ধুয়ে দেয়
/ তোমার আমার পায়ের পাতা,
/বক্ষে তোমার ঠাঁই মিলেছে
/ আজকে তুমি আমার মিতা।
/হৃদয় দুটি যুক্ত করে
/ পলি দিয়ে ঘর বানালাম,
/পাষাণ তোমার জন্যে শুধু
/ আজকে আমি পাষাণ হলাম।