কবিতাগুলোকে আজ নোংরা ডাস্টবিনে ফেলে দিলাম।
/ আজ আর কবিতার প্রয়োজন নেই...
/ প্রয়োজন নেই আর কোন
/ ঠুনকো আবেগের।
/বিষাক্ত ছোবলে শরীর আজ নীল।
/ ক্ষতবিক্ষত শরীরে আজ দগদগে ঘা
/ শরীর জুড়ে নখের আঁচর আর
/ নিষ্ঠুর সরীসৃপের দাঁতের দাগ।
/
/শরীর দখল করেছে নীল রঙ
/যে নীল একদিন ছিল আমার আবেগ...
/ সব নোংরা ডাস্টবিনের কোণে ধুঁকছে।
/নিজেকে ধ্বংস করতে বিবেকে বাঁধে,
/ তুই অপরাধী হয়ে যাবি।
/আজও আমি ভালবাসি আমার আবেগ
/ আমার যন্ত্রণা
/ আর আমার তোকে।
/ বাকি জীবন বিষের জ্বালায় কেটে যাক।
/
/কবিতার প্রয়োজন ফুরিয়েছে...
/আজ তোকে মুক্তি দিলাম।
/আজ তুই যা...
/ খুঁজে নে তোর আকাশ।
/
/নীলের ছোবলে বিষাক্ত এই শরীর,
/ মরে গিয়ে বেঁচে গেছি...
/ আমার চাই না অশ্রুরাশি
/ আমি বেশ ভাল আছি।