একশ চার জ্বর..
/        শরীর পুড়ছে,
/                  পুড়ুক..
/ছাই হয়ে
/        মাটির গন্ধ নিক।
/
/              আজ একটা
/অশ্লীল কবিতা লিখব।
/নিষিদ্ধ হোক আমার কবিতা,
/          পুড়িয়ে মারুক।
/          তবু অবুঝ মন..
/                     লিখবে।
/
/আধপোড়া হয়ে জ্বলছি,
/এখন শুধু
/         মৃত্যু চাইছি..।
/              কবিতা পোড়াও
/                        সাথে কবিকেও
/                               অশ্লীলতার দায়ে।
/
/যদি
/       অভিযোগ দায়ের কর
/                  শাসকের আদালতে..
/                         তবে বলব
/কামদুনি ভুলে গেলে!
/                       ভুলে গেলে
/নির্ভয়ার সেই অভিশপ্ত রাত?
/অশ্লীল নয় সেই কাদা ছোঁড়াছুঁড়ি..
/              তোমাদের
/                       ওদের
/                             ও
/                                তাদের?
/
/     সন্তান মরেছে ওদের,
/              লাখ লাখ টাকার নোট..
/আমাদের লোক হলে তবেই,
/                    নইলে বেশ্যা ছিল ও।
/                    কিংবা পার্ক স্ট্রিটে?
/ও তো ষড়যন্ত্র।
/শুভেচ্ছা তোমাদের অশ্লীলতায়..।
/
/বুক তো পুড়ছে আমার
/          তোমাদের তাতে কি?
/          তোমরা দেশ গড়ো..
/আমার কন্যা কিংবা
/আমার বোনের রক্তে
/                                  যৌন রক্তে।
/
/জ্বর একশো  বা একশো চার হোক,
/পুড়তে পুড়তে বেঁচে থাকতে হবে।
/অশ্লীল হোক বা ষড়যন্ত্র
/                          আমরা কবি,
/আমরা জ্বলতে পারি
/            পুড়তে পারি..
/ফিনিক্সের রক্ত আমাদের লেখনী।
/                        মরে বেঁচে ওঠা
/     আমাদের অভ্যাস।
/     পুড়িয়ে মেরে ফেল
/                  আমার পান্ডুলিপি..
/কথা দিলাম
/        আমার নাভীমূলে
/                     জন্ম দেব এক পৃথিবী..
/                                     নীল পৃথিবী ।