মৃত্যু আমার পথের পাঁচালী,
/পথের শেষে শিউরে ওঠে মন
/এই বুঝি সব গেল.. সব কিছু।
/ জলের ধারা বিদ্ধ করে..
/                      কবিতায় মরি
/                       দিন দুবেলা ।
/
/মৃত্যু আমার প্রভাতী সমীর,
/আকাশ বলছে একটু বৃষ্টি..
/ভিজে ভিজে জলছবি আঁকা।
/ক্যানভাস আজও সাদা..
/                    বৃষ্টি ভিজে সব
/                       এলোমেলো।
/
/মৃত্যু আমার অকাল বৃষ্টি,
/সূর্য উদয় চাঁদের সাথে..
/বিছানায় শেষবারের মত
/একটা আবেশ..
/                  নিজেকে সামলে
/                      এক চুম্বন ।
/
/মৃত্যু আমার গদ্য কবিতা,
/অবুঝ সবাই মিলে পৃথিবী..
/একসাথে বাঁচার স্বপ্ন দেখি,
/একা একা ভাঙি..
/                           কি করে কি
/                              বুঝি না।
/
/মৃত্যু আমার পরম সত্য,
/সূর্য চন্দ্র তুমি আমি..
/আমরা সবাই হাতের পুতুল!
/নাচছি মনের সুখে..
/                              সব শেষে
/                              যবনিকা ।