ছন্দ কি আর এমনি আসে
/ ভালোবেসে না শুধোলে..
/মনে কি আর পড়বে রেখা
/ ছন্দ তুমি না বিলোলে?
/মনের মাঝে হাতি ঘোড়া
/ টগবগিয়ে ঘুরছে কত,
/সওয়ারি করতে হলে
/ লাগাম ধর শক্ত মত।
/বিদ্যে তোমার বিশালাক্ষী
/ ছোঁয়ার তরে মাশুল লাগে,
/ছন্দেরে ধরতে গিয়েই
/ পদে পদে বিষম্ জাগে।
/অনুভবে ডাকলে কাছে
/ আবেশে রইবে সাথে,
/যদি তারে সোহাগ কর
/ তবেই সে রাখবে মাথে।