আমার তো জন্ম ও  আছে,
মরি ও প্রতিদিন নতুন সকালে ।
কখনও মরি শহরের ব্যস্ততায়,
হয়তো বা মরীচিকা অন্বেষণে..
মরতে হবেই..
আজ নাহয় কাল।
কখনও আধপোড়া চিতা,
কখনো জ্যান্ত কবর..
কখনও নদীর স্রোতে
ফেনিল এ শরীর ভেসে যায়..
ওই দিগন্তের বুকে।
মরীচিকা মরীচিকা আমার শরীর পোড়াক।
এক পলকের তপ্ত বালি
শ্রোতার শরীর রক্তে ভাসাক,
ভালোমন্দ যেমন থাকি..
আজ শুধু মৃত্যু।