আমায় আর একটা জন্ম দিতে পারো ?
/বদলে তোমায় বাকি জীবনটা দেব।
/সাতটা জন্ম কাটিয়ে আবার জন্ম নেব
/তোমাদের সাথে, এক অজানা সমাধীতে।
/হয়তো কবিতা লিখব অন্য কোন ভাষায়...
/কোন এক জ্বলন্ত শরীরের উপকূলে।
/তবু একটা বিরতির পর জন্ম হোক
/মানুষের মাঝে নয়, মানুষের পাশে।
/একসারি পিঁপড়ের মাঝে ফিরিয়ে দাও।
/এই কয়টি দিনের ফেলে যাওয়া
/পচা গন্ধ ওঠা নোংরাগুলো সাফ করি।
/একজন্মে পুরোটা সেরে উঠবে না,
/পরের জন্মগুলো হোক কাক ইঁদুর
/কাঠঠোকরা মশা গুবরে পোকা
/কিংবা কোন জলের মাঝে মাছের সাথে।
/আমার কোন ক্ষেদ নেই এ জীবনে,
/শুধু একটু বিরতি চাই...
/সাতজন্ম পর ফিরে আসব
/নীল পৃথিবীর বুক আবার কালো করতে।