তিরতির করে বুকের মাঝে
/বয়ে চলেছে একটা নদী...
/পথের পাশে একটু একটু করে
/জমে উঠছে পলি।
/হয়তো ফেলে আসা কিছু মুহুর্ত
/বেশ ভালো ছিল, একান্ত আপন...
/কিছু কথা, কিছু গোপনীয়তা,
/আর তোর সাথে একান্ত কিছু
/ক্ষনিকের আলাপন।
/মেঠো ধানের ক্ষেতে একলা আমি
/তোর মিস্টি হাসির পরশ
/আলগুলো বড্ড মনে করছে।
/তুই আর একবার আসিস্
/আমার জন্য নয়...
/আসিস একবার
/তোর মাটিকে ভালোবেসে।
/আর একবার লুকিয়ে পালিয়ে আসিস
/একান্ত কিছু মুহুর্ত ভালোবেসে...
/আমি বসে সেই মেঠো পথে
/তোর অপেক্ষায়।