তুই আমার অশান্ত অনুভব।
/এত করে বোঝাই..
/                        তবু অবুঝ।
/          এত অভিমানী তুই..
/নিজেকে বিরহিনী ভাবিস।
/
/অভিযোগ আর অভিযোগে তুই
/রাত কাটাস একা..
/                               ছন্দ হীন।
/                    ভোরের অপেক্ষা
/শেষ হয়েও শেষ হতে চায় না ।
/
/বিষাক্ত অভিমান বিষিয়ে মরে
/রক্ত ঝরে ক্ষত থেকে..
/                          বিষাক্ত রক্ত।
/                   তবু কান্না থামে না
/ওই মন শুধু বিদ্ধ করে আমায়।
/
/তুই বুঝলি না এতদিন পরে ও
/সুখ শুধু ছায়া এক..
/                                দুঃখের।
/             আমি শুধু তোর জন্য
/নীলকণ্ঠ হব অভিমানী বর্ষায়।