আহত হৃদয়ে সেদিন সূবর্ণলতার চোখে তাকিয়ে ছিলাম,
আমি দেখেছি সেখানে ভালোবাসার বদলে
বাসা বেঁধেছে ভুলে যাওয়ার অসুখ।
আমি কিছু না ভেবেই বললাম,
"সুলতা, তোমাকে বড্ড অচেনা লাগছে আজকে।
এই রুপ দেখা হয়নি কখনো। "
সূবর্ণলতা নিজের দিকে তাকালো একবার।
আকাশের দিকে তাকিয়ে বলল,
"চেয়ে দেখো শুভ্র, কত মেঘাচ্ছন্ন আকাশ।"
আমি তার দার্শনিক উত্তর বুঝতে পারলাম না।
শুধু বুঝতে পারলাম আমাদের কথা ফুরিয়েছে।
"সুলতা, তুমি বুঝি আকাশ দেখো এখন?"
অস্ফুট স্বরে বলল, "হুম, দেখা হয় রোজ"।
আমি কিছু বললাম না।
সে ব্যস্ত হয়ে বলল, "যায় তবে।"
আমি বিমর্ষ নয়নে তার দিকে তাকিয়ে বললাম,
" মানুষ তার প্রিয় মানুষের বিদায় কখনো মেনে নেয় না। শুধু মানিয়ে নেয়।"
আমার কথার উত্তর না দিয়ে হাঁটতে শুরু করলো।
আমি পিছন থেকে ডেকে বললাম,
"সূবর্ণলতা, "শুভ্র আকাশ কিন্তু আকাশেই মিশে থাকে রোজ "।
কবিতা : ভুলে যাওয়ার অসুখ
কলমে : মো পারভেজ হুসেন
রচনাকাল: ২৫/০৪/২০২৪, (গোধূলি)