ভবিষ্য প্রজন্ম মনে রেখো
তোমাদের অধিকার শুধু ৫২ আর ৭১ এ নয়,
তোমাদের অধিকার ২৪শেও৷
তোমাদের জন্য ভবিষ্যতের জন্য যারা আজ মার খায় রাস্তায়,
পথে ঘাটে নির্যাতিত হয় সাঁজোয়া কুকুরদের হাতে,
তাদের এই আত্মত্যাগ ভুলে যেও না।
তারা না খেয়ে লড়ে যায় রাজপথে,
ক্ষুধার্ত চাহনিতে জেগে থাকে ভয়ংকর তারুণ্য।
তারা অধিকার আদায়ে এক একজন সিংহ।
তারা তোমাদের অধিকার ফেরিয়ে দেওয়ার
সংগ্রামে ছেড়েছে পড়ার টেবিল,
ছেড়েছে ঘুমানোর মখমল বিছানা,
ফ্যান, কাঁথার আরামদায়ক ঘুম।
এই প্রজন্মের কিছু আত্মকেন্দ্রিক কুলাঙ্গারদের মতো
তোমরাও আত্মকেন্দ্রিক হইয়ো না।
তোমরাও হবে বৈষম্যে বিরুদ্ধে এক একজন আগুনের গোলা।
কবিতা : ভবিষ্যৎ প্রজন্মের কাছে
কলমে : মো পারভেজ হুসেন