তুমি কখনো ফিরবে না
মো পারভেজ হুসেন
____
আমি জানি, তুমি কখনো ফিরবে না,
বলবে না, তোমাকে খুব ভালোবাসি,
কখনো এসে আমার হাত ধরবে না
আমি কখনো দেখবো না তোমার সুখের হাসি।
তবুও অপেক্ষা করে যায় আমি
বড্ড ভালো লাগে অপেক্ষা করতে,
বেঁচে থাকার অনুপ্রেরণা পাই আবার
আজো পারি না তোমাকে ভুলতে।
মাঝে মাঝে খুব কষ্ট হয় জানো
চোখের কোণে পানি এসে জমা হয়,
তোমাকে ভুলে যাওয়াটা খুবই কঠিন কাজ
আমি তো কভু তোমার মতো এত নিষ্ঠুর নয়।
এমন কেন হলে তুমি, এমন তো ছিলে না
নিখাদ ভালোবাসাটা করলে অবহেলা।
আমি আজো অনুভব করতে পারি
তুমি একদিন নিজের ভুলটা বুঝতে পারবে।
একবুক আশা নিয়ে ফিরে আসবে আমার কাছে,
কিন্তু, ততক্ষনে বড্ড দেরি হয়ে যাবে,
বড্ড দেরি হয়ে যাবে।
ফুরিয়ে আসবে আমার বেলা,
আমি, চলে যাবো কোনো এক গহীন অন্ধকারে,
নিকষ, কালো, ভয়ংকর যে অন্ধকার।

(বিরহপ্রবাহ)