তুমি যদি চাও
তবে আমি একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ কবি হতে পারি।
তোমার নামে উৎসর্গ করে দিতে পারি,
আমার আজীবন লিখে যাওয়া সমস্ত প্রেমের কবিতা।
তুমি যদি চাও
তবে আমি বনমালী হতে পারি।
বেলি ফুলের মালা গেঁথে পড়িয়ে দিতে পারি তোমার খোঁপায়।
তারপর তোমার চোখের দিকে তাকিয়ে
বলতে পারি "ভালোবাসি"।
তুমি যদি চাও
তবে আমি শত শতাব্দীর শ্রেষ্ঠ প্রেমিক হতে পারি।
তোমার জন্য জন্য গড়তে পারি তাজমহল।
সাত সমুদ্র, তেরো নদী পেরিয়ে আনতে পারি
হিরে-মাণিক, চুনি-পান্না।
তুমি যদি চাও
তবে অগোছালো আমি গুছিয়ে যেতে পারি।
সুন্দর একটা সংসার গড়তে পারি।
ভালোবাসতে পারি,
তুমি রাগ করলে সেই রাগ ভাঙ্গাতেও পারি।
তুমি যদি চাও
তবে আমি আপাদমস্তক একজন সুখ হতে পারি।
পৃথিবীর সমস্ত সুখ এনে ঢেলে দিতে পারি
তোমার সম্মুখে।
তুমিও তখন নিজেকে ভাবতে পারো একজন সুখরমণী।
তুমি যদি চাও,
আমি আমার হৃদয় তোমার নামে লিখে দিতে পারি,
কবিতা শুনাতে পারি,
গান গাইতে পারি।
সব অপূর্ণতাকে পূর্ণতা দিতে পারি,
জীবনকে রাঙাতে পারি রঙিন করে।
তুমি যদি চাও
তবে আমরা দুজনে একক স্বপ্ন দেখতে পারি।
ছোট্ট একটা বাড়ি,
ফুলের বাগান,
একজোড়া সাদা কবুতর,
আর একটা বিড়াল নিয়ে,
আনন্দে কাটাতে পারি একটা আস্ত জীবন।
কবিতা : তুমি যদি চাও
কলমে : মো পারভেজ হুসেন
তারিখ: ৩১ ডিসেম্বর ২০২৩