তোমার পাশে থাকতে পেরে
লাগছে ভীষণ ভালো,
এই জীবনের আঁধার হলো
জোনাক পোকার আলো।
তোমার কথা ভাবছি বসে
ভাবতে ইচ্ছে হয়,
হারিয়ে কোথাও যাবে নাতো
লাগছে এটাই ভয়।
চাঁদের বুকে মুখটা তোমার
রোজই দেখতে পায়,
মায়াবতী তোমায় ছেড়ে
কেমনে কোথায় যায়।
বড্ড বেশি ভালোবাসি
জানো কি তা তুমি
রোজ সকালে উঠবো জেগে
তোমার কপাল চুমি।
(শুভ্র আকাশ)