তোমার ওই মায়াবী চাহনিতে ভরা
পৃথিবীর সবচেয়ে সুন্দর মুখশ্রী টা
বড্ড মনে পড়ে আমার।
ইচ্ছে জাগে ছুটে চলে যায় তোমার কাছে,
এঁকে দেই তোমার কপালে আলতো চুমু।
বিষাদের সমুদ্রে নিক্ষেপ করেছো দেখে,
ভেবো না; ভুলে গেছি তোমায়!
তুমি আমার থেকে চলে যাওয়াতে আমি কষ্ট পাইনি।
কিন্তু কতদিন হলো তোমাকে দেখি না,
এই কষ্ট যে সহ্য ক্ষমতার বাইরে আমার।
মাঝে মাঝে চিৎকার করে বলতে ইচ্ছে হয়
তুমি ফিরে এসো আমার হৃদয় কুঠুরিতে,
আবার ফিরে এসো।
তোমার হৃদয়ে এঁকে দিতে চাই,
প্রেমের একমুঠো গভীর আলিঙ্গন ।
তোমাকে নিয়ে হারিয়ে যায় ভালোবাসার খুনসুটিতে,
হারিয়ে যায় দূর নক্ষত্র মাঝে,
মেতে উঠি আলো আঁধারির খেলায়
তোমার অবহেলায় ক্রমশ ভারী হচ্ছে..
ভারী হচ্ছে এই পৃথিবী।
আমি শুধু তোমাকেই চাই প্রিয়তমা,
খুব করে তোমাকে চাই,

খুব করে,
শুধুমাত্র তোমাকেই চাই,
চাই শুধু আমার করে।


তোমাকে চাই
মো পারভেজ হুসেন