বিশ্বমাঝে উঠবে জেগে সেই নিশান,
ছিনিয়ে নিবে যমদূতেরই ওই সে প্রাণ।
হাসির মাঝে কান্না লুকায় কোন সে জন,
লাত্থি দিয়ে ভাঙবো যে তার দুই চরণ।
রাস্তা দিয়ে চলবে তুমি তাই বলে
ক্ষমতারি দম্ভ দেখাও সেই পথে,
নিয়ত যদি খারাপ তোমার হয় তবে
দেখবো তুমি চড়ো ভালোর কোন রথে।
খারাপ করে বেঁচে যাবে এই ভবে
ভাবিও না ধরায় তুমি শেষ জোয়ান,
বিশ্বমাঝে উঠবে জেগে সেই নিশান,
ছিনিয়ে নিবে যমদূতেরই ওই সে প্রাণ।
ফুলের মতো সৌরভেতে মন জিতে
বিষের মতো ঢুকতে আবার চাও যদি,
কুকুর দিয়ে খাওয়ানো হবে সেই দেহ
দেখানো হবে কাকে বলে দুখ নদী।
তোমার মতো ভাবলে তুৃমি ভুল করো
কারণ তোমরা ভাবতে কভু শিখো নাই,
চিন্তা তুমি করতে জানো তা মানি
কিন্তু শিশুর মতো তোমার চিন্তাটাই।
জালিমের ওই হুমকি আমি পাই না ভয়
আমার সাহস আমার কাছেই শ্রেষ্ঠ মান,
বিশ্বমাঝে উঠবে জেগে সেই নিশান
ছিনিয়ে নিবে যমদূতেরই ওই সে প্রাণ।
তোমার কত শক্তি আছে দেখবো তাই
তোমার পিছে বাড়াচ্ছে হাত কোন সে নর,
ভাবছো তারা থাকবে সবাই খুব সুখে
জ্বালিয়ে তাদের মারবো সারা জীবনভর।
ঘর থেকে বের হলেই তারা কাঁপবে খুব
আমার কলম চলবে তাদের ওই বুকে,
পালিয়ে তারা যেতে চাইবে অনেকদূর
দেখবো তাদের মরণ এবার কে রুখে।
যাদের নিয়ে নাচছো তুমি হে জালিম
পচাৎয়ে পালাবে সেসব শক্তিমান,
বিশ্বমাঝে উঠবে জেগে সেই নিশান
ছিনিয়ে নিবে যমদূতেরই ওই সে প্রাণ।
কবিতা : সেই নিশান
কলমে : মো পারভেজ হুসেন
বই :অগ্নিশিখা ( অপ্রকাশিত)