সুবর্ণলতার গালে কালো দাগ দেখে বললাম,
"গালি কিসের দাগ সুলতা?"
সুলতা গালে হাত দিয়ে বলল,
"মশার কামড় বোধহয়।"
আমার ছুঁয়ে দিতে ইচ্ছে হলো,
কিন্তু তবুও ইচ্ছা চেপে রেখে
কিছুটা মলিন মুখে বললাম, "নিজের যত্ন নিও "।
সুলতাও মুচকি হাসলো।
সুবর্ণলতা কে প্রশ্ন করলাম, "আচ্ছা, তুমি কি জানো
পরিচিত আর খুব পরিচিত মানুষের মধ্যে পার্থক্য কি? "
সুবর্ণতা বললো, "না, জানি না। "
আমি আকাশের দিকে একনজর তাকিয়ে বললাম,
"যার সাথে দেখা বা কথা বলার মাধ্যম পেলেই কথা বলতে ইচ্ছে করে,
এরাই আমাদের খুব পরিচিত হয়। "
"হুম, তা অবশ্য ঠিক। "
"খুব পরিচিত আর পরিচিত মানুষের মধ্যে বিস্তার পার্থক্য। "
"তা কেমন পার্থক্য শুনি জনাব। "
আমি সুলতার চোখের দিকে তাকিয়ে বললাম,
"দুই দিনের পরিচয়েও কেউ খুব পরিচিত হয় ,
আবার এক যুগের পরিচয়োও কেউ শুধু পরিচিত হয়। "
সুলতা লাজুক কণ্ঠে বললো, "আমরা বোধহয়
খুব তাড়াতাড়ি খুব পরিচিত হয়ে গেছি। ",
আমি নবম সুরে সুলতার দিকে চেয়ে মুচকি হাসলাম, "খুব,খুব,খুব পরিচিত। "
কবিতা : পরিচিত আর খুব পরিচিত
অ্যালবাম : সূবর্ণলতা
মো পারভেজ হুসেন