নাটাইবিহীন উড়লে ঘুড়ি দোষ কি বলো তাতে,
উড়ো ইচ্ছে মতো রেখে সবই নিজের হাতে।
তোমার ভালো তুমি ছাড়া কেউ তো আর বুঝবে না,
মন্দ পথে পা বাড়ালেও নিষেধ কেউ করবে না।
কিন্তু তুৃমি মন্দ পথটা চিনেছো আজ জানি,
লোকে মন্দ বলবে তোমায় কেমনে নিবে মানি।
মন্দ শোনার পরও মাথা উঁচু তোমার ভবে,
বিবেক তোমার কত নিচু হতে পারে তবে।
বাঁচতে তোমার ইচ্ছে জাগে কেমনে সবার মাঝে,
হীন প্রকৃতির মানুষ তুমি মরবে নাকি লাজে।
ভালো কাজে পা বাড়ালে নামটি হবে তোমার,
তোমার কাজে সম্মান তো বাড়বে তোমার বাবার।
বলবে লোকে এই ছেলেটা সবার থেকে সেরা,
লোকের মুখে নামটি তোমার অন্তরেতে ঘেরা।
উঁচু করে বলবে কথা সবার মাঝে গিয়ে,
তোমার কথা শুনবে সবে নিজ মনোযোগ দিয়ে।
সবার সাথে বলো তুমি মিশো সবার সাথে,
উড়ো ইচ্ছে মতো রেখে সবই নিজের হাতে।
সারাজীবন ভালো করেও  রেখো শুধু মনে,
একটি মন্দই খারাপ তোমায় করবে যে জীবনে।


___
কবিতা ; নাটাইবিহীন ঘুড়ি
কলমে ; মো পারভেজ হুসেন