একদিন বড় হবো অপেক্ষায় প্রহর গুনে যায় রোজ। মানুষের অবহেলা সয়ে যায় নির্বাক চাহনিতে। কেউ কেউ ভেবে ফেলে; আমি বলে কিছুই নেই তাদের চারপাশে। আমার এটা ভেবে খুব খারাপ লাগে। নিশুতি রাতে চিৎকার করতে ইচ্ছে করে।

চেয়ে দেখি আমার সমবয়সী সঙ্গীরা আনন্দে মেতে আছে। একে অপরকে নিয়ে ডুবে থাকে ভাবনায়। বাড়ি থেকে বের হওয়ার আগে একে অপরকে জানান দেয়।আর সহজেই আমার স্থান দখল করে নেয় নতুন মানুষেরা।

একদিন এইসব অবহেলা ঘুচে দেওয়ার সময় হবে। প্রতিটি অবহেলা ফিরিয়ে দেওয়া হবে। ফিরিয়ে দেওয়া হবে এইভাবে কষ্ট দেওয়াটাও। বুঝিয়ে দেওয়া হবে মানুষ হিসাবে কতটা কষ্ট পেয়ে দূরে সরে আসা হয়। সবকিছু মিটিয়ে দেওয়া হবে একদিন।


না বলা কিছু কথা -১৩
মো পারভেজ হুসেন