অনেক মানুষ আছে যারা বলবে আমি তার মতো কেন পারি না? সে মেধাবী আমি কেন মেধাবী না?  সে সব কাজ করতে পারে, আমি কেন পারি না?
ব্যাপারটা আসলে মেধার উপর নির্ভরশীল না, নির্ভরশীল তোমার পরিশ্রমের উপর।
কেউ সারাদিনে দশ বারো ঘন্টা পড়াশোনা করে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং অথবা ভার্সিটিতে ভর্তি হচ্ছে অথচ তুমি দুই ঘন্টাও পড়াশোনা না করে তার সমতুল্য হতে চাচ্ছো এটা কি আদৌ সম্ভব?

ব্যাপারটা আসলেই হাস্যকর। মেধাবী হতে হলে তোমাকে আগে পরিশ্রমী হতে হবে।। সব মেধাবী সফলতা অর্জন করতে পারে না। পরিশ্রম হলো মূখ্য আর মেধা হলো গৌণ। দুইবার এসএসসি একবার এইচএসসি দিয়ে কোনোমতে পাশ করা ছেলেটা বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম হতে পারলে তুমি মেধার উপর কিভাবে নির্ভরশীল হতে চাও? বিশ্ববিদ্যালয়ের অনেক মেধাবী ছাত্র ঝরে যায় পরিশ্রমের অভাবে।।

AR ভাইয়ার একটি উক্তিই মানুষের চিন্তার পরিবর্তন ঘটাতে যথেষ্ট, " আমি অনেক মেধাবীকে হেরে যেতে দেখেছি কিন্তু কোনো পরিশ্রমীকে হেরে যেতে দেখিনি"।।


না বলা কিছু কথা -১১
মো পারভেজ হুসেন