১.
সময় সবসময় এক থাকে না। আজ সুখে আছো তাই যে আল্লাহর শুকরিয়া করবে না এমন যেন না হয়। কেননা সুখের পরে আবার কষ্টও আসতে পারে। এটাই তো পৃথিবীতে হয়ে আসছে সৃষ্টিলগ্ন থেকে। যে অবস্থানে আছো সেটাকে নিয়ে সুখী থাকো। বরং তুমি তোমার থেকে দূর্বলদের দিকে দেখো তাহলে নিজেকে নিয়ে গর্ব হবে।
২.
আজ সময় খারাপ যাচ্ছে তাই বলে ভেঙে পড়তে হবে কেন? পুরো জীবনটাই তো পরে আছে এখনো। সময় তো জীবনের একটা অংশমাত্র। নিজেকে সবসময় বলবে আমি পারবো, আমার দ্বারাই সম্ভব। আজ পারিনি তো কি হয়েছে কাল পারবো, পরশু পারবো, একমাস পরে হলেও পারবো। কিন্তু আমিই পারবো। এইরকম দৃঢ় মনোভাব থাকলেই তুমি সফলতার দেখা পাবে।
না বলা কিছু কথা - ১০
মো পারভেজ হুসেন