কখনো কাউকে কথা বলার জন্য বরাবর অনুরোধ করতে হয় না।  কেননা যার কাছে তোমার সত্যিকারোর মূল্য থাকবে, সে হাজার ব্যস্ততার মাঝেও তোমায় সময় দিবে।

সে খেতে বসলে তুমি খেয়েছো কিনা খোঁজ নিবে। তুমি অসুস্থ হলে টেনশন করবে। যার কাছে তোমার গুরুত্ব থাকবে সে চাইবে তুমি সময় পেলে তার সাথে কথা বলো। তুমি যদি ব্যস্ত থাকো সে খোঁজ নিবে। টেক্সট করে বারবার বলবে ফ্রি হয়ে নক দিও। সে চাইবে তুমি সঠিক সময়ে গোসল করো, যেন তোমার ঠান্ডা না লাগে। তুমি ওষুধ খাচ্ছো কিনা খোঁজ নিবে।

যে তোমাকে গুরুত্ব দিবে সে চাইবে তোমার পছন্দের বিষয়গুলো নিজের ভিতর ফুটিয়ে তুলতে। তোমার অপছন্দের বিষয়গুলো থেকে দূরে থাকতে।

কেউ যদি তোমাকে প্রায়োরিটি না দেয় তবে তোমাকে বুঝতে হবে তুমি তার কাছে দশটা সাধারণ মানুষের মতোই গৌণ কিছু। সে তোমার খারাপ লাগার বিষয়গুলো নিয়ে কখনো ভাববে না। তুমি কি চাও এটা বুঝবে না। তোমার অনুরোধের দাম দিবে না। তুমি কিছু আবদার করলে সেটা মনে রাখবে না।

মানুষের উচিত এই মানুষগুলো থেকে নিজেকে গুটিয়ে নেওয়া। প্রয়োজনে কথা বললেও কোনো কিছু আশা না করা৷ নিজে থেকে বারবার কথা বলতে না চাওয়া। নিজের ব্যাক্তিত্ব রক্ষা করা প্রতিটি ছেলের জন্য গুরুত্বপূর্ণ।

বস্তুত শখের মানুষগুলো ভালো না থাকার কারণ হয়।



না বলা কিছু কথা ০৯
মো পারভেজ হুসেন