যে মানুষটি তোমার সবচেয়ে প্রিয় একজন মানুষ, সময়ের বিবর্তনে সেই মানুষটির সাথে একসময় আর কথা হবে না। যে মানুষটির সাথে একদিন দেখা না করে থাকতে পারা যেত না, সেই মানুষটির সাথেই বছরের পর বছর দেখা হবে না।
হয়তো দুজনের একই শহরে থাকা হবে, একই রাস্তায় বারবার হাঁটা হবে কিন্তু কোনো যোগাযোগ হবে না। কেউ কাউকে মনেও করবে না। অতীতের স্মৃতি মাঝেমধ্যে নাড়া দিলেও সেটা ক্ষণস্থায়ী।
আপনি যদি ভালোই বাসেন তাহলে প্রিয় মানুষের সুখ আপনাকে সুখী করবে। প্রিয় মানুষের হাসি আপনাকে আনন্দ দিবে। যে মানুষটা একসময় আপনার জীবনের অংশ ছিলো সেই মানুষটার অনুপস্থিতিতেও জীবনের অংশ করে রাখা উচিত। তবে এই অংশটুকুর কোনো সুনির্দিষ্ট জায়গা নেই। এটা সমস্ত পছন্দের উর্ধ্বে।
তবে মানুষের জন্য নিজেকে মেরে ফেলা ঠিক নয়। আমরা এটা বুঝতে পারি তবে নিজের জীবনের সবচেয়ে মূল্যবান সময়টুকু হারিয়ে। প্রিয় মানুষটা যেমন সুখেই আছে তেমনি আপনাকেও সুখটা খুঁজে নিতে হবে। প্রকৃতি শূণ্যস্থান পছন্দ করে না। কেউ না কেউ এসে সেই জায়গাটুকু পূরণ করে দেয়। এটাই প্রকৃতির নিয়ম। দিনশেষে প্রিয় মানুষটা আজন্মকাল প্রিয়ই থাকে শুধু সম্পর্কের পূর্ণতাটাই হয় না।
★
না বলা কিছু কথা - ০৭