আমাকে ডিপ্রেশন শিখাতে এসো না, আমি হাজারো ডিপ্রেশনের মাঝেও হাসিখুশি থাকতে শিখে গেছি।
বাড়ির বড়ছেলে আমি, বাবার বয়সটা বাড়ছে, কাজ করতে করতে শুকিয়ে যাওয়া তার দেহটা দেখলে ভীষণ কান্না পাই। বাবা মা দোয়া করিও তোমাদের ছেলেটা যেন তোমাদের শেষ বয়সের সুখের কারণ হতে পারে।
আমার হাসির আড়ালে লুকিয়ে থাকা ডিপ্রেশনগুলো জানতে পারলে বলতে, এভাবে হাসিখুশি থাকো কিভাবে?
সত্যি বলতে বেঁচে থাকাতেই তো আনন্দ তাই না? ভালোভাবে বাঁচতে হবে এমন তো নয়?
মানুষের জীবনে সুখ কিংবা দুঃখ বলো দুটোই আসে। একটাকে ছাড়া আরেকটা অপরিপূর্ণ। জীবনের মর্ম বুঝতে হলে মানুষকে দুটো বিষয়ই উপলব্ধি করতে হবে। তবে আমরা সুখের চেয়ে দুঃখগুলোকে বেশি মনে রাখি। বস্তুত মানুষের জীবনে সুখের চেয়ে দুঃখের পরিমাণ একটু বেশিই হয়।
হয়তো কোনোদিন এই ডিপ্রেশনগুলোই সুখের রুপ নিবে। আমি নাহয় ততদিন হেসে যাই ডিপ্রেশনের মাঝেও ।।
ভালো থাকুক ডিপ্রেশনে ফেলে যাওয়া মানুষগুলো।
না বলা কিছু কথা -০৫
মো পারভেজ হুসেন