আমার সবচেয়ে ভালো বন্ধু আমি নিজেই। কারণ আমার আমিটা কখনো আমার সাথে বেইমানি করে না। আমার কষ্টটা এই আমি ছাড়া কেউ বুঝতে পারে না।
যখন রাত জেগে কান্না করি তখন আমি ছাড়া কেউ আমাকে সান্ত্বনা দেয় না। যখন সবার সামনে মন খারাপ করে বসে থাকি, মাথা নিচু করে সবার সাথে হাঁটি। তখনও কেউ সান্ত্বনা দিতে জানে না।
আমিটা ছাড়া কেউ আমাকে বলে না, সে তো ভালো আছে এতে কি তুই সুখী না? নিজেকে বলি, এটাই তো চাই আমি।
সত্যি বলতে প্রতিটি মানুষ একটা নির্দিষ্ট সময়ের পর নিজের বন্ধু হয়ে উঠে। বুঝতে পারে নিজেকে সময় না দেওয়াটা কতবড় বোকামি ছিলো। মানুষের উচিত তাই নিজেকে সময় দিয়ে নিজেই নিজের সবচেয়ে ভালো বন্ধু হওয়া। মানুষ অল্প সময়ের জন্য আসবে আবার প্রয়োজন ফুরালে চলে যাবে। দুনিয়ায় প্রেমিক প্রেমিকারা সাময়িক আনন্দের জন্য সম্পর্কে জড়ায়। তারপর স্বার্থ ফুরিয়ে গেলে একজন ধোঁকা দিয়ে ছেড়ে যায় আরেকজন তিলে তিলে কষ্ট পুষে। সেজন্য নিজেকেই হতে হবে নিজের সবচেয়ে ভালো বন্ধু। ভালো সঙ্গী।
না বলা কিছু কথা ০৪
মো পারভেজ হুসেন