আসলে জীবন থেকে শিক্ষা নেওয়া দরকার। সবাই ভুল করতে বড্ড পারদর্শী। কিন্তু ভুল থেকে শিক্ষা নিতে নয়।
আপনি যদি ভাবেন আমি আমার অতীতকে ভুলে যাবো সেটা নিছক মিথ্যা কথা৷ অতীতকে কেউ কখনো ভুলতে পারে না। হোক সেটা আনন্দের কিংবা বেদনার। দিনশেষে দেখবেন আপনার সুখের স্মৃতিগুলো আপনাকে বারবার পিছু ডাকবে। বারবার চাইবে আপনি মনে করুন আপনার অতীতকে। আনন্দময় মুহুর্তকে মনে করে কষ্ট পান। আফসোস তৈরি করুন মনে। আর বেদনা, তার কথা নাহয় বললামই না। মানুষ সুখের চেয়ে দুঃখকে পুষে রাখে বেশি। তারপর সেই দুঃখের করাঘাতে প্রতিনিয়ত নিজেকে ধ্বংস করে অবলীলায়।
জীবনের কিছু নির্মম সত্য মানুষ ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করবে না কিংবা মানবে না যতক্ষণ না সে নিজে সেই নির্মম সত্যের মুখোমুখি হবে।
না বলা কিছু কথা -০২
মো পারভেজ হুসেন