নিজেকে নিয়ে ভাবতে শিখার পর প্রত্যেকটা মানুষ সুখ অনুভব করে। কোনো ঝামেলা নাই, কাউকে নিয়ে ভাবনা নাই, কারো মন খারাপের কারণ না সে, কারো রাগ ভাঙ্গাতে হয় না।
একসময় ঘন্টার পর ঘন্টা প্রিয়জনের সাথে কথা বলার অভ্যাসটা পাল্টে এখন বাড়িতে মা বাবার সাথে, ছোট বোনটার সাথে ১০ মিনিট কথা বললেই সবচেয়ে বেশি সুখী মনে করে। এখন রাত করে আড্ডা দিয়ে ফিরে, কাউকে কৈফিয়ত দিতে হয় না। কারো জন্য রাত জেগে বসে থাকতে হয় না। কারো কাছে বারবার সরি বলতে হয় না। রাস্তাঘাটে কারো মন ভালো করার জন্য আত্মসম্মান খোয়াতে হয় না।
নিজেকে নিয়ে ভাবতে শিখলে মানুষ পাখির মতো উড়তে পারে। উড়ে উড়ে যেতে পারে মহাবিশ্বের কোণায় কোণায়। তখন মানুষের ব্যাস্ততা থাকে না। নির্দিষ্ট টাইমে ফোন করতে হবে, দেখা করতে যেতে হবে বলে তাড়া থাকে না। তখন মানুষ মুক্ত আকাশে ডানা মেলে উড়ে বেড়ায়, পৃথিবীর স্বাদ আস্বাদন করে। মানুষ তখন আনন্দ আর বেদনার পার্থক্য বুঝতে পারে। আর এটাই সবচেয়ে বড় পাওয়া।
না বলা কিছু কথা ০৩
মো পারভেজ হুসেন