কে যাবিরে আমার সাথে মৃত্যু হাতের মুঠোয় নিয়ে,
ব্যাথার সাগর উপচে পড়ে কান্নামাখা বদন দিয়ে।
নদীর চরে ঘর বেঁধেছিস মহাসুখে থাকবি বলে,
ভাবলি না সে ঘরই ভাঙবে একদা এই নদীর জলে।
সময় হলে বলবে কথা সাহস মোদের গর্জে উঠে,
তুই হারামী তোর কপালে অগ্নিকণার শিখা জুটে।
কি ভেবেছিস লুকিয়ে থেকে করবিরে তুই আপনার কাজ,
নিশাচর হয়ে আমরাই তো পড়ে থাকি সেই মরণের সাজ।
ঝঞ্জা হয়েও উঠতে জানি যেখানে ঠিক যেমন লাগে,
অন্যরা কেন ভুগবে সাজা মরবিরে তুই তোরই পাপে।
অগ্নিশিখায় মরবি পুড়ে সময় শুধু যা তুই গুনে,
সত্যরা আজ উঠছে জেগে মিথ্যা পালাবে আনমনে।
দহন জ্বালা কেমন লাগে বুঝিসনি তো আজও তোরা,
চিৎকার করে কি বুঝাচ্ছিস তোদেরই শুধু ঘাড়টা ত্যাড়া।
আমরাও ঘাড় বাঁকাতে জানি সময়টা ওই কাছিয়ে এলো,
যা করেছিস ভুল করছিস মাপ চাইলেই তোদের ভালো।
পালিয়ে পালিয়ে লাভ হয় না ইতিহাস একটু দেখনা ঘেটে,
আর কতকাল খুন করে তার উল্লাসে তুই পড়বি ফেটে।
মৃত্যু নেশা বড়ই নেশা একবার যার মাথায় ঢুকে,
জালিমরা সব তুচ্ছ তখন উড়ে যায় তার দৃঢ় ফুঁকে।
বিশ্বসেরা সন্ত্রাসীরাও পাইনি রেহাই ন্যায়ের কাছে,
কিসের নেতা, কিসের চেলা ছুটছে সবাই টাকার পাছে।
বিপজ্জনক মানুষ এরা দুনিয়া থেকে তাড়াতে হবে,
সাহসীরা সব মৃত্যু হাতে নিয়ে সামনে এগুতে রবে।
মৃত্যু হাতের মুঠোয় নিয়ে
মো পারভেজ হুসেন