শিশিরের জলে ছবি ভাসে তোমার
চোখ না ফেরাতে পারি,
কবি হতে বড় ইচ্ছে করছে
মন নিয়েছো কাড়ি ।
তুমি স্বপ্নীল আকাশের ছোঁয়া
আমার স্বপ্নে তুমি আসো,
দুহাত বাড়িয়ে ইশারায় ডেকে
আমাকেই শুধু ভালোবাসো।
আমার মনটা করে করেছো চুরি
আমার জানার আগে,
তোমার কাজল টানা টানা চোখ
মোর বড ভালো লাগে।
আমি তোমার ছোঁয়ায় হারাতে চাই
চাই নাতো আর কিছু,
তুমি যতই দূরে যাও না চলে
ছুটে যাবো তোমার পিছু।
আমি কত তোমাকে ভালোবাসি সেটা
বুঝাতে পারি না আজো,
আমার মতো কেউ ছুটে না পিছু
প্রয়োজনে তুমি খুঁজো।
আমার মতো পাবে না কাউকে
তোমায় এত ভালোবাসে,
সবকিছু ফেলে থাকবে না কেউ
শুধু তোমারি আশেপাশে।
(আন্দোলিত সুরের মোহনা)
(শুভ্র আকাশ)