সভ্যতার পথ বেয়ে আজ পৌঁছেছি একবিংশ শতাব্দীর কোন এক দিনে।
পথে আর প্রান্তরে ছড়িয়েছে রুপ কে ঝরিয়েছে কার ঘাম ঋণে।
এই সব কন্টক জারুলের দিনগুলি কে টেনে এনেছে এই বসুধায়,
ভোরের পাখি ডাকে তৃষ্ণাতুর চেহারাতে কে আছো দেখো আমি মরি পিপাসায়।

সবুজ গুল্মলতা শুকিয়েছে রোজ তার দাগ রয় ভেসে উঠা জালে,
রাস্তার ধারে দেখি কোট পড়া লোক হাত উঠিয়েছে শ্রমিকের গালে।
তা দেখে কেঁপেছি আমি, কেঁপেছে আমার সাথে পাঁচ রঙা পাখিদের ঠোঁট,
তবে কি বিপন্ন আজ খেটে খাওয়া মানুষ আর রাজ করে সিন্ডিকেট জোট।

শ্রমিকের ঘাম যেন সমুদ্রে ভাসা জল গুরুত্ব নেই তার, নেই কোনো দাম,
নিমগাছ হয়ে এখন শ্রমিকেরা বেঁচে থাকে প্রতিবাদ হোক বিদ্রোহ উঠালাম।



মে দিনের বিদ্রোহ
মো পারভেজ হুসেন