ওই যে দেখো আকাশ মাঝে শুকতারাটা করছে কি,
ভেঙে চূড়ে আসছে উল্কা রুখবে তাকে সাধ্য কার,
কানন মাঝে ফুটছে হিরা বাঁচতে তাকে দেয়না আর,
এই অবনী চুষে চুষে বাঁচতে তারা চায় নাকি।

রাস্তা ঘাটে চলতে গেলে দেখবে কত নৃত্য আজ,
গর্জে উঠে গগন দেখো বাদলা নামায় অসময়,
দুইপা আগায় - তিনপা পিছায় মনে নিয়ে কত ভয়,
ভন্ডরা আজ মুখোশ পড়ে ধরছে এখন সাধুর সাজ।

মৃত্যু তো রোজ আসছে তেড়ে পালিয়ে যাবে কোনখানে,
আশিবী*ষের যন্ত্রণা কি বুঝবে সবে দিন গুনো,
ঘিরে তোমায় ধরবে ঠিকই একাকিত্ম নির্জনও,
অন্যায়েরই পাহাড় গড়ছো ভয় রেখো তোমার প্রাণে।

আকাশ ফেটে বজ্র লাফায় ভয় কি তোমার নাই লাগে,
কেমন করে অমানুষ আজ হচ্ছো তুমি নিজ বেশে,
চাঁদের পানে তাকিয়ে দেখো হাজার লোকের অভিলাষে,
সূর্য থেকে শিক্ষা নিলেও মনুষ্যত্ব ঠিক জাগে।

তবুও তুমি করো যদি আগের মতোই চিন্তাটাই,
ধ্বং*স তোমায় করবো সবে লুকিয়ে তুমি থাকো যেথায়।
লা/ ত্থি দিয়ে ঘাড় হতে সেই ভূত নামাবো সবাই যে,
নয়তো তুমি মরবে ঠিকই ক্লাইভের মতোই নিজে।।


লাত্থি দিয়ে ঘাড় হতে
মো পারভেজ হুসেন