কুয়াশার আবরনে তোমার হাতের ছোয়ায়
শিহরিত আমি হয়েছি,
চেষ্টা করেছি তবু এতটুকু বুঝতে
কতটা তোমায় পেয়েছি।
কল্পনার জগতেও তোমায় দেখি আমি
সবখানেই তোমারি ছায়া,
বেঁধেছো কেমন ডোরে বুঝতে পারছি না
কেন শুধু বাড়ে এত মায়া।
একটা জীবনে যেথা পেয়েছি তোমায় আমি
ভুলবো না কোনোদিন আর,
যেখানেই চলে যাও বলবো শুধু যে
ভালোবাসি তোকে বারবার।
কবিতা :কতটা পেয়েছি