তোমার উষ্ণ হাতের ছোঁয়া
ভুলিয়ে দেখ সব,
আমি হারিয়ে যায় এক অচেনা রাজ্যে
আমি শুনি কার যেন কলরব।

আমি তোমার দিকে তাকিয়ে থাকি
অপলক দৃষ্টিতে,
মনে ইচ্ছে জাগে ভিজবো একত্রে
কোনো এক বৃষ্টিতে।

আমি তোমাকে ছাড়া এই ভূবনে
চায় না কিছু আর,
আমি তোমার মাঝেই আমাকে যেন
খুঁজে পাই বারবার।

আমি আমার স্বপ্নে রাঙায় তোমাকে
সর্বদা সবসময়,
তুমি হারিয়ে যাবে কি কোনোদিন
এটা ভাবতেই শুধু লাগে ভয়।

আমি তোমার ছোঁয়ায় পাগল হয়েছি
হয়ে গেছি দিশেহারা,
আমি ভাবতেই আর পারি না এখন
শুধু তোমাকে ছাড়া।

কবিতা : ইচ্ছে জাগে