তোমার কথা ভাবছি বসে
নির্জনে নিরালায়
বাতাসের সেই কল্লোল ধ্বনি
তোমারি ছোয়া চায়।
পাখিরা সব তোমার সুরে
সুর মিলিয়ে ডাকে,
হতে কি পারবো সেই প্রিয়জন
বাসবে ভালো যাকে।
ঘুমের ঘোরে বোজ স্বপ্নে
আসো তুমি মোর পাশে,
মনে উঠে এক সমুদ্র ঢেউ
শুধু শুধু কেন হাসে।
আজো বুঝি না এ কোন মায়ায়
পড়েছি আমি তোমার,
তোমার কাছে ফিরে যেতে মন
কেন জানি চাই বারবার।
(শুভ্র আকাশ)