ভালোবাসা কখনো ছোটলোক কিংবা বড়লোক দেখে হয় না।
বরং যারা সত্যিকারের ভালোবাসে তারা কখনো এগুলো দেখে না।
এগুলো ছেড়ে যাওয়ার অজুহাত মাত্র।
তবে আমি মনে করি গরীব হওয়ায় ভালো।
এতে করে অনেক কিছু শিখতে পারা যায়।
এই যে টাকার অভাবে পিৎজার বদলে দশ টাকার বাদাম কিনে
প্রিয় মানুষের কাছে গিয়ে দাড়িয়ে বলতে পারা যায়,
আজ আমার কাছে টাকা নাই।
কিংবা মাসে মাসে দামি উপহার কিনে না দিতে পারার আফসোস তৈরি হয় বুকে।
এগুলো গরীব প্রেমিকেরা পুষে রাখে প্রেমিকার অগোচরে।
অথচ মানুষ কত সহজে ছেড়ে চলে যায় এইসব প্রেমিকদের।
বড়লোকের মদপান করা ছেলেটা ভালোবাসা পায়,
প্রেমিকার গালে থাপ্পড় দেওয়ার অধিকার পায়।
অথচ টিউশনি করিয়ে পড়াশোনা করা ছেলেটা
দিনরাত পায় অবহেলা আর অবহেলা।
টক্সিক দুনিয়ায় সবাই শুধু সুখ খোঁজে টাকার কাছে।
কিন্তু গোধুলিতে পাশাপাশি বসে গল্প করার যে সুখ,
হালকা ইলশেগুঁড়িতে পাশাপাশি হাঁটার যে সুখ,
সেটা আর কয়জনইবা বুঝতে পারে।
বড়লোকের বাউণ্ডুলে ছেলে হওয়ার থেকে
গরীবের পরিশ্রমী ছেলেরা একটু বেশিই ভালোবাসতে জানে।
তবুও বুঝেনা মানুষ।
অর্থের অভাবে প্রিয় মানুষকে কত সহজেই হারিয়ে ফেলা হয়,
গরীব হলেই শুধুমাত্র সেটা বুঝতে পারা যায়
কঠিন থেকে কঠিন ভাবে।
কবিতা : গরীব প্রেমিকেরা
লেখা ও ভয়েজ : মো পারভেজ হুসেন