ফিরে এসো সবে আবার এই দেশ মাঝে
গড়ে তুলি দেশটাকে গড়ার মতো,
এগিয়ে চলো সবে বীরদর্পে
ধ্বংস করে দাও ক্যাসিনো যত।
চুপ করে থেকো না বাঙালিরা আর
আমরা যে ভীরু জাতি নই,
বিশ্বকে দেখিয়েছি বারবার মোরা
ছিনিয়ে আনতে হয় কিভাবে জয়।
আমরা তো পিছাবো না কোনোকিছু দেখে
আসুক না যত বাধা সাইক্লোন ঝড়ে,
প্রয়োজনে রক্ত ঢেলে দিবো ফের
জালিমদের ভিত যতক্ষণ নাহি নড়ে।
হাসি খুশি বেঁচে থাকবে গরীবেরা সব
পথে পথে ভিক্ষুক থাকবে না আর,
মিলেমিশে একসাথে থাকবে সবে
প্রয়োজন পড়বে না কোনো জেলখানার।
শান্তি বিনষ্টকারী কোনো ঘুষখোর
এদেশের জমিনে আর থাকবে না,
আমাদের বাংলা শান্তিতে ভরবে
মাঠে মাঠে ফলবে সোনালী সোনা৷
সোনার দেশ যাবে সোনার ফসলে ভরে
ঘরে ঘরে হাসিখুশি সব,
বনে বনে পশু আর নদীতে খেলে মাছ
ডালে ডালে পাখিদের শুধু কলরব।
হিংসাকে পিষিয়ে এগিয়ে আসো সবে
অহংকার করো না কেউ,
নিজ স্বার্থ ভুলে গিয়ে দেশকে ভালোবাসো
আসবে দেখো ঠিক সফলতার ঢেউ।

কবিতা: ফিরে এসো সবে আবার
মো পারভেজ হুসেন
রচনাকাল : ২০২১